প্রসূতি মৃত্যুতে সাসপেন্ড হওয়া ১২ জন কে কে ? কাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত?



কলকাতা : স্যালাইকাণ্ডে কারা দায়ী?সাংবাদিক বৈঠক করে জানাল নবান্ন। সিআইডি রিপোর্ট ও সিনিয়র ডাক্তারদের রিপোর্ট খতিয়ে দেখে  চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মুখ্যসচিব জানালেন, রিপোর্টে স্পষ্ট সামনে এসেছে প্রসূতি মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যালে দায়িত্বে থাকা চিকিৎসকদের গা-ফিলতির বিষয়টি।  বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আক্ষেপ করেন ,সঠিক ভাবে চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি ও  সদ্যোজাতকে বাঁচানো যেত। 

প্রসূতি মৃত্যুর ঘটনায় সুপার, চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট ১২ জন সাসপেন্ড করল নবান্ন। যাঁদের সাসপেন্ড করা হল, তাঁদের বিরুদ্ধে চলবে সিআইডি তদন্ত, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসগুলি খতিয়ে দেখবে সিআইডি। তাঁরা হলেন,  

  • আরএমও সৌমেন দাস
  • চিকিৎসক দিলীপ পাল
  • অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিমাদ্রি নায়েক
  • বিভাগীয় প্রধান মহম্মদ আলাউদ্দিন
  • এমএসভিপি জয়ন্ত রাউত
  • অ্যানাস্থেশিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়
  • পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা মণ্ডল,পূজা সাহা
  • ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল
  • পিজিটি  চিকিৎসক জাগৃতি ঘোষ, ভাগ্যশ্রী কুন্ডু
  • পিজিটি প্রথম বর্ষের অ্যানাস্থেশিস্ট মণীশ কুমার

মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর তিনজন কঠিন পরিস্থিতিতে রয়েছেন এসএসকেএমে। আরেক প্রসূতির অবস্থা স্থিতিশীল হলেও, মারা গিয়েছে তাঁর সন্তান। 

Post a Comment

Previous Post Next Post