পিছনের দরজা দিয়ে উঠেছিল দুষ্কৃতী, সেফ আলি খানের হামলায় ১ সন্দেহভাজনকে শনাক্ত করল পুলিশ



মুম্বই: গভীর রাতে সেফ আলি খানের উপর হামলায় গুরুতর আহত হন অভিনেতা। এলোপাথাড়িভাবে ৬বার ছুরির আঘাত পড়ে সেফ আলি খানের শরীরে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য সমাধানের (Saif Ali Khan Update) প্রায় দোড়গোড়ায় চলে এসেছে পুলিশ। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ গেড়াম দীক্ষিত সংবাদমাধ্যমকে এদিন জানিয়েছেন যে এটি সম্পূর্ণই ডাকাতির চেষ্টা যা সফল হয়নি। প্রাথমিকভাবে যদিও মুম্বই পুলিশ (Mumbai Police) এই ঘটনাকে ডাকাতির চেষ্টা বলে মনে করেনি। তবে করিনা কপূরের বিবৃতি থেকে এই ঘটনাকে আরও বেশি করে ডাকাতির চেষ্টা বলেই দাবি করছে পুলিশ।

ডিসিপি গেড়াম দীক্ষিত জানিয়েছেন, 'একজন আক্রমণকারীকে শনাক্ত করা গিয়েছে।' তিনি আরও জানান যে এই দুষ্কৃতী আদপে পিছনের ফায়ার এসকেপের সিঁড়ি দিয়েই উপরে উঠে এসেছিলেন। ডিসিপি জানিয়েছেন, 'আমরা এই হামলাকারীকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। এই মামলায় কাজ করছে ১০টি শনাক্তকারী দল। বান্দ্রা থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে'। পুলিশ আরও জানিয়েছে যে সেই হামলাকারী কম্পাউন্ডের দেওয়ালে ওঠার পরেই ভিতরে ঢুকতে পেরেছিল এবং পালানোর সময় সে পিছনের দরজা দিয়েই পালিয়ে যায়।

জানা গিয়েছে, করিনা কপূর খান সেদিন রাত করে ফিরেছিলেন পার্টি করে এবং তারপরে তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। হামলার সময়ে সেফ নাকি বাচ্চাদের ঘরেই ছিলেন। কর্মচারীর সঙ্গে আততায়ীর বচসা শুনে বেরিয়ে আসেন তিনি। যেহেতু তাঁদের কোনও শ্যুটিং বা বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল না, সেই কারণে অ্যাপার্টমেন্টের ভিতরে নাকি কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। বচসা শুনে বাইরে বেরিয়ে আসতেই সেফের ওপর হামলা চালায় আততায়ী।

Post a Comment

Previous Post Next Post