আজ মোহনবাগান দিবস, প্রস্তুতি তুঙ্গে



প্রতি বছরের মতো এবারও ২৯ জুলাই পালিত হবে মোহনবাগান (Mohunbagan) দিবস। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে অমর একাদশের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর ক্লাবের পতাকা উত্তোলন। দুপুরেই ক্লাবের মাঠে হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে মূল অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত গাইবেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।

থাকছে ইমন চক্রবর্তীর গানের অনুষ্ঠানও। এবছর মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন স্বপনসাধন (টুটু) বোস। মতি নন্দী সম্মান দেওয়া হবে দুই বিখ্যাত ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তী ও অরুণ সেনগুপ্তকে (দু’জনেই মরণোত্তর)। জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার পাবেন জেমি ম্যাকলারেন। এই পুরস্কারটি প্রয়াত সুভাষ ভৌমিকের নামাঙ্কিত। বর্ষসেরা ফুটবলার আপুইয়া। তিনি পাচ্ছেন শিবদাস ভাদুড়ির নামাঙ্কিত ট্রফি। বর্ষসেরা যুব ফুটবলারের পুরস্কার পাবেন দীপেন্দু বিশ্বাস। বর্ষসেরা হকি খেলোয়াড়ের পুরস্কার পাবেন অর্জুন শর্মা। বর্ষসেরা ক্রিকেটার রণজোৎ সিং খাইরা।

Post a Comment

Previous Post Next Post