‘অবসরের পর সরকারি পদে না’, পরবর্তী পরিকল্পনা জানালেন প্রধান বিচারপতি গাভাই


‘অবসরের পর কোনও সরকারি পদে থাকব না’, এমনটাই জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। এক্ষেত্রে পূর্বসূরিদের পথ যে তাঁর একেবারেই পছন্দ নয় সে কথা স্পষ্ট করে প্রধান বিচারপতির বার্তা, অবসরের পর নিজের জন্মভূমিতে ফিরে নিঃঝঞ্ঝাট জীবন কাটানোই তাঁর উদ্দেশ্য।
শুক্রবার মহারাষ্ট্রের অমরাবতী জেলায় নিজের পৈতৃক গ্রাম দারাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানবিচারপতি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি অবসর গ্রহণের পর কোনও সরকারি পদে যোগ দেব না। পরবর্তী পরিকল্পনা আমার সাজানো রয়েছে।” প্রধান বিচারপতির কথায়, “অবসর গ্রহণ করার পর অনেক বেশি সময় পাব আমি। এই সময়ে দারাপুর, অমরাবতী ও নাগপুরে সবচেয়ে বেশি সময় কাটাবো।” প্রসঙ্গত, এই এলাকাগুলি প্রধান বিচারপতির হোম টাউন হিসেবে পরিচিত।

Post a Comment

Previous Post Next Post