‘আমার ভিডিও নয়, এটা ফরেনসিকে পাঠান’, শাহকে ফোন দিলীপের


ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো, তাঁর নয়। সাফ জানিয়ে পুলিশের দ্বারস্থ বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ঘটনার তদন্ত চেয়ে শনিবার লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ব‌্যাপক চক্রান্তও দেখছেন প্রাক্তন সাংসদ। বিতর্কিত ভিডিও কাণ্ডে শুধু পুলিশে অভিযোগই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিলীপ বলেছেন, ‘‘এটা আমার ভিডিও নয়। আমি নই। আমি বলছি এটা ফরেনসিকে পাঠান। কারা নোংরামি করছে আমার সঙ্গে সেটা চিরতরে শেষ হওয়া দরকার। আমি শেষ দেখে ছাড়ব।’’
দিলীপ এদিন বলেন, বদনাম করতেই এই ‘ফেক’ ভিডিও করা হয়েছে। পুরোটা তদন্ত হওয়া নিয়ে তাঁর দাবি, “আমাকে বদনাম করার ষড়যন্ত্র হয়েছে, সামাজিক মাধ‌্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে।” জয়েন্ট কমিশনার (ক্রাইম)-কে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post