ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের জীবনাবসান



প্রয়াত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অবিসংবাদী নেতা শিবু সোরেন। পৃথক ঝাড়খণ্ড রাজ্য গড়ার পিছনে যাঁর অবদান ছিল অপরিসীম। দীর্ঘ অসুস্থতার পরে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে রাজ্যসভার সাংসদ ছিলেন শিবু সোরেন।

এক্স পোস্টে এদিন শিবু সোরেনের মৃত্যু সংবাদ জানিয়েছেন, তাঁর পুত্র ও ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিশম গুরু আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন। আজ, আমি নিঃস্ব হয়ে গেলাম।’

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ঝাড়খণ্ডের ‘গুরুজি’। জুন মাসের শেষ সপ্তাহে তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। আচমকাই গত কয়েকদিন আগে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ভেন্টিলেটর সার্পোটে রাখা হয়। চিকিৎসকদের শত প্রচেষ্টা ব্যর্থ করে এদিন সকালে পরলোক গমন করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ঝাড়খণ্ড-সহ গোটা দেশের রাজনৈতিক মহলে।

Post a Comment

Previous Post Next Post