রবিবার ফের দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া-কলকাতা যাতায়াত কোন রাস্তায়?


মেরামতির জন্য ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ৩১ অগস্ট, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু। গঙ্গার দুই পাড়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু। প্রতিদিন লক্ষ লক্ষ নাগরিক এই সেতু পারপার করেন। রবিবার ছুটির দিন হলেও, বিভিন্ন কারণে বিদ্যাসাগর সেতু ব্যবহার করেন নিত্যযাত্রীরা। ফলে, ৩১ অগস্ট ওই সেতু বন্ধ থাকায় ট্র্যাফিক নিয়ে বেশ কিছু নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ। এর আগে ২৪ অগস্ট, রবিবারও ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু।

কবে কখন বন্ধ বিদ্যাসাগর সেতু:

৩১ অগস্ট, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ বিদ্যাসাগর সেতু। এই সময়ে ওই সেতুর উপর দিয়ে কোনও গাড়ি চলাচল করবে না। ওই সময়ে কলকাতায় কী ভাবে যান চলাচল করবে?

হাওড়া ব্রিজ যেতে কোন রাস্তায় ভরসা?

জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়গুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলির হেস্টিংস ক্রসিংয়ে এসে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে। অথবা হেস্টিংস থেকে ডান দিকে ঘুরে খিদিরপুর রোড ধরবে

জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে আসা সব গাড়ি ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে নিয়ে যাওয়া হবে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে।

খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা সব গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে, সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ যাবে।

খিদিরপুর রোডের সব গাড়ি, যেগুলি ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট ধরে আসবে, সেগুলিও ওয়াই পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যাবে।

এছাড়াও, প্রয়োজন মতো রাস্তাঘাটে যান চলাচল করা হবে।

Post a Comment

Previous Post Next Post