লাগাতার বৃষ্টিতে চাষে ক্ষতি, মাসের প্রথম রবিবারেও সবজি কিনতে হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের


একে তো সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আবার তার উপর নিম্নচাপ। জোড়া ফলায় চলতি বছর প্রায় শুরু থেকেই হাঁকিয়ে ব্যাটিং করছে বর্ষা। তার ফলে জলের তলায় চাষের জমি। মাঠের ফসল মাঠেই শেষ। তার ফলে হু হু করে বাড়ছে শাকসবজির দাম। তা সে কলকাতার বাজার হোক কিংবা জেলা। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের।
আলু, পিঁয়াজের দাম একই রয়েছে। তবে অন্যান্য শাকসবজির দাম বেড়েছে। ফুলকপি বেড়ে হয়েছে ৫০-৬০ টাকা। পটলের দাম ৪০-৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০-৮০ টাকা। কেজি প্রতি উচ্ছে, কাঁকরোল, শশা, ঢ্যাঁড়শ, টমেটোর দাম বেড়ে হয়েছে ৮০-১০০ টাকা। লাউ বিকোচ্ছে ৪০ টাকা দরে। লঙ্কা ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মধ্যবিত্তের দাবি, সবজি ছাড়া সংসার চলে না। নিত্যদিনের খাওয়াদাওয়ার জন্য সবজি খুবই প্রয়োজনীয়। এত দাম বাড়লে সবজি কেনাই দায়। যদিও ব্যবসায়ীদের দাবি, একে তো বেশিরভাগ সবজি মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। তার উপর আবার বিভিন্ন রাস্তাঘাটে জমা জলের প্রভাবে সবজি বাজারে আনার খরচ বেড়েছে। সবমিলিয়ে বাজারে সবজির দামও বেড়েছে।

Post a Comment

Previous Post Next Post