ভাষা আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে এবং নির্বাচন কমিশন (ECI) ঘেরাও কর্মসূচির দিক নির্দেশে সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। লোকসভা- রাজ্যসভার সব সাংসদদেরই উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, সুপ্রিমোর ডাকা এই বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ৪ অগাস্ট বিকেল সাড়ে চারটে নাগাদ এই বৈঠক হবে বলে খবর মিলেছে।
বিহারে যেভাবে এসআইআরের মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ দেয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল (TMC)। সংসদের বাদল অধিবেশনে বারবার এই নিয়ে আলোচনা চেয়েছে I.N.D.I.A-র সদস্যরা। কিন্তু কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ায় গোটা সপ্তাহ জুড়ে দফায় দফায় বিক্ষোভে প্রায় প্রতিদিনই মুলতবি হয়েছে দুই কক্ষের অধিবেশন। সংসদে আগামী দিনে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া তৃণমূল সুপ্রিমোর প্রস্তাবে সিলমোহর দিয়ে আগামী সপ্তাহে SIR প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে I.N.D.I.A.-র। সে ক্ষেত্রে বাংলার শাসকদের কী ভূমিকা থাকবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু করেছে রাজ্যে শাসক দল। এই কর্মসূচির পরবর্তী রূপরেখাও আগামীকালের বৈঠক থেকে ঠিক করা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখানেই শেষ নয়, কোর্টের নির্দেশ সত্ত্বেও ১০০ দিনের কাজের টাকা থেকে এখনও বঞ্চিত রাজ্য। কেন্দ্রীয় সরকারের তরফে কোনও না মেলায় আগামীতে বড় কোনও কর্মসূচির পথে হাঁটবে কিনা তৃণমূল তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।