নিজস্ব প্রতিবেদন (খবর বাংলা সংবাদ) :
আজ সকালে বেহালার ব্যস্ততম এলাকা অশোকা সিনেমা হলের সামনে ঘটে গেল এক চাঞ্চল্যকর বাস দুর্ঘটনা। একদিকে যেমন সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তেমনই আহত হয়েছেন বহু যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, ২১/১ রুটের একটি বেসরকারি বাস এবং একটি সরকারি বাস একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই রেষারেষির মাঝেই বেসরকারি বাসটি হঠাৎই অশোকা সিনেমার সামনে দাঁড়িয়ে যাত্রী তুলতে শুরু করে। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটির পেছনে।
এই সংঘর্ষে উভয় বাসেই থাকা একাধিক যাত্রী আহত হন। কারো মাথায় চোট, কারো বা পায়ে ব্যথা — বেশ কয়েকজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় বেহালা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসদুটি আটক করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি বাসের চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাথমিক তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। সংশ্লিষ্ট প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসীরা।