দিল্লির স্কুলে বোমা হুমকি! সরানো হল পড়ুয়া – শিক্ষকদের


রাজধানীর স্কুলে ফের বোমাতঙ্ক। এবার ফোন করে দিল্লি পাবলিক স্কুল (Delhi Public School) দ্বারকায় বোমা মারার হুমকি দেওয়া হয়। তড়িঘড়ি খবর যায় পুলিশে, ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিস ও বম্ব ডিসপোজাল টিম। দিল্লি পুলিশের (Delhi police) তরফে জানানো হয়েছে স্কুল চত্বর ফাঁকা করে দিয়ে সাত সকালে শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তবে ঘটনাকে ঘিরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া, অভিভাবকদের মনে। বম্ব ডিসপোজাল টিম স্কুলের প্রতিটা অংশ খতিয়ে দেখছে বলে দিল্লি ফায়ার সার্ভিসের (Delhi Fire Service) তরফে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post