পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার নাম দেওয়া হল 'শ্রমশ্রী' । যারা ফিরে আসবেন তাদের প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। বাংলায় কথা বললে হেনস্থা শিকার হতে হচ্ছে। পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরাবে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের 'শ্রমশ্রী 'প্রকল্প তাই চালু করা হচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য এই প্রকল্প। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকরা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রতিমাসে তাদের পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। শ্রমদপ্তর থেকে ফিরে আসা শ্রমিকদের মাসিক ৫০০০ টাকা অনুদান এবং 'স্বাস্থ্য সাথী' কার্ড দেওয়া হবে। 'শ্রমশ্রী' নামে একটি টোটাল তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। যে সকল শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন তারা ফিরে আসলে রাজ্যে তারা যাতে মানসিক শান্তি পান তার জন্যই এই প্রকল্প চালু করা হচ্ছে। যে সকল পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসতে চান তাদের সকলকেই ফিরিয়ে আনবে রাজ্য সরকার বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনা স্কুলে ভর্তি সমস্ত ব্যবস্থা করবে রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ফের রাজ্যবাসীকে সতর্ক করে বলেন কোন এজেন্সি বাড়ি বাড়ি গিয়ে কোনো তথ্য ছাড়বে করলে কোন তথ্য দেবেন না। রাজ্য সরকার যদি এই ধরনের কোন সার্ভে করে তাহলে জানিয়ে দেবে। কোন ব্যক্তিগত এজেন্সিকে দিয়ে যদি কেউ এই ধরনের বাড়ি বাড়ি গিয়ে কোন রাজনৈতিক দলের হয়ে সার্ভে করায় তাতে সাধারণ মানুষকে সহযোগিতা না করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। এই ধরনের সার্ভে বেআইনি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।