বিরোধীরা একজোট: সংসদে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট!


ভোটার তালিকা নিয়ে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি – এভাবেই বিরোধীদের যাবতীয় দাবিকে খর্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। আদতে সাংবাদিকদের প্রতিটি সঠিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। এভাবে বিজেপির হাতিয়ার হিসাবে নির্বাচন কমিশনের (Election Commission) কাজ করার নগ্ন চেহারা প্রকাশ্যে এসে যাওয়ার পরেও নির্লজ্জ আচরণ করা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট (impeachment) আনার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে বিরোধী জোট। সোমবার বিরোধীদের বৈঠক থেকে সেরকমই ইঙ্গিত দিয়েছেন জোটের সাংসদরা।
বিরোধী সাংসদ থেকে নেতাদের এসআইআর (SIR) নিয়ে একাধিক প্রশ্নের কোনও উত্তর দিতে না পারায় জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। জ্ঞানেশ কুমারের দাবি, এসআইআর-এর মাধ্যমে যে তালিকা তৈরি হয়েছে তাতে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলের বিএলও-রা। ফলে ১৭ দিন হয়ে গেলেও কমিশনের দফতরে বিহারের এসআইআর নিয়ে কোনও অভিযোগ দায়ের করতে পারেনি কোনও রাজনৈতিক দল। এমনকি রাজনৈতিক দলগুলিতে বাকি ১৫ দিনে অভিযোগ জমা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন জ্ঞানেশ কুমার।

Post a Comment

Previous Post Next Post