অন্য নারীর দিকে নজর! লিভ-ইন পার্টনারের চোখে ছুরি চালালেন মহিলা, সোনারপুরে শোরগোল



দীর্ঘদিন লিভ-ইন করার পরেও অন্য নারীর সঙ্গে সম্পর্ক! এই সন্দেহেই লিভ-ইন পার্টনারের চোখে ছুরি চালানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিমা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২ বছর ধরে প্রতিমা দাস এবং শ্যামল দাস একসঙ্গে বসবাস করছিলেন। যদিও এলাকায় তাঁরা দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু সম্প্রতি শ্যামল অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন। আর তা জানতে পারেন প্রতিমা। আর তা নিয়েই দু’জনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। শনিবার তাঁদের মধ্যে অশান্তি চরমে ওঠে। সেই সময়ে আচমকাই রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে তেড়ে আসেন প্রতিমা এবং সঙ্গী শ্যামল দাসের চোখে আঘাত করেন। গুরুতর জখম হন ওই ব্যক্তি। স্থানীয়রা তাঁর চিৎকার শুনে সেখানে উপস্থিত হন এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। 


ইতিমধ্যেই সঙ্গীর বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্যামল দাস। সেই অভিযোগের ভিত্তিতেই প্রতিমা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকছিলেন প্রতিমা এবং শ্যামল। সঙ্গীকে অন্য সম্পর্ক জড়াতে দেখেই এই কাণ্ড বাধিয়েছেন প্রতিমা। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post