কবি সুভাষ মেট্রো বন্ধ হতেই চরম ভোগান্তি, নিউ গড়িয়া থেকে যাত্রীদের জন্য শাটল পরিষেবা সরকারি বাসের


ভয়ানক ফাঁপরে পড়েছেন শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীরা। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হতেই সরাসরি ব্লু লাইনের মেট্রো ধরার সুবিধা থেকে বঞ্চিত নিত্যযাত্রীরা। ১০ মিনিটের আরামের পথ এখন বদলে গিয়েছে নরকযন্ত্রণায়। নিউ গড়িয়া স্টেশনে নেমে মেট্রো ধরতে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পৌঁছনো এখন যুদ্ধের সমান। এই ভোগান্তি কমাতেই মেট্রোযাত্রীদের কথা ভেবে নিউ গড়িয়া স্টেশন থেকে বৃজি এলাকার শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছতে শাটল বাস পরিষেবা চালু করল পরিবহণ দপ্তর।

সমস্যা কোথায়?

কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হতেই এখন বর্তমানে দক্ষিণ শহরতলির জন্য শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। এতদিন নিউ গড়িয়ায় ট্রেন থেকে নেমেই মেট্রো ধরতে পারতেন যাত্রীরা। এখন স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছনোর জন্য ভরসা অটো, বাস। অফিস টাইমে ভিড় বাসে চড়া বা অটোর লাইনের অপেক্ষার সঙ্গে বাড়তি সমস্যা হিসেবে জুড়েছে যানজট। এই তিন সমস্যা ৪০ থেকে ৪৫ মিনিট বাড়িয়ে দিয়েছে যাত্রাপথের দূরত্ব।

দু’দফায় মিলবে শাটল বাস পরিষেবা

সড়কপথের এই ভোগান্তি থেকে যাত্রীদের মুক্তি দিতেই সরকারি বাসের শাটল পরিষেবা শুরু করেছে পরিবহণ দপ্তর। সোমবার, ৪ অগস্ট থেকেই শুরু হলো এই পরিষেবা। পরিবহণ দপ্তর সূত্রে খবর, পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে সরকারি শাটল বাস পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ই এম বাইপাসের ঢালাই ব্রিজ পর্যন্ত চলবে এই শাটল বাস। এই ঢালাই ব্রিজের লাগোয়া শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন।

অফিস টাইমে নিত্যযাত্রীদের জন্য দু’দফায় মিলবে পরিষেবা। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা ১১টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই শাটল সরকারি বাসগুলি।

Post a Comment

Previous Post Next Post