সমস্যা কোথায়?
কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হতেই এখন বর্তমানে দক্ষিণ শহরতলির জন্য শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। এতদিন নিউ গড়িয়ায় ট্রেন থেকে নেমেই মেট্রো ধরতে পারতেন যাত্রীরা। এখন স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছনোর জন্য ভরসা অটো, বাস। অফিস টাইমে ভিড় বাসে চড়া বা অটোর লাইনের অপেক্ষার সঙ্গে বাড়তি সমস্যা হিসেবে জুড়েছে যানজট। এই তিন সমস্যা ৪০ থেকে ৪৫ মিনিট বাড়িয়ে দিয়েছে যাত্রাপথের দূরত্ব।
দু’দফায় মিলবে শাটল বাস পরিষেবা
সড়কপথের এই ভোগান্তি থেকে যাত্রীদের মুক্তি দিতেই সরকারি বাসের শাটল পরিষেবা শুরু করেছে পরিবহণ দপ্তর। সোমবার, ৪ অগস্ট থেকেই শুরু হলো এই পরিষেবা। পরিবহণ দপ্তর সূত্রে খবর, পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে সরকারি শাটল বাস পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ই এম বাইপাসের ঢালাই ব্রিজ পর্যন্ত চলবে এই শাটল বাস। এই ঢালাই ব্রিজের লাগোয়া শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন।
অফিস টাইমে নিত্যযাত্রীদের জন্য দু’দফায় মিলবে পরিষেবা। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা ১১টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই শাটল সরকারি বাসগুলি।