কংগ্রেস সদর দফতরে 'হামলা', রাহুল গান্ধীর মুখে 'কালি', তোলপাড় ফেলা ঘটনায় উত্তাল কলকাতা। এবার পালটা বিজেপিকে নিশানা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির। তিনি আজকের ঘটনা প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি তুলোধোনা করে বলেন, "কংগ্রেস মোবাবিলা করবে চিন্তার কোন কারণ নেই। এই তো আমি পার্টি অফিসে বসে আছি কেউ আসুক না দেখি। রাহুল গান্ধীর আক্রমণের কোন জবাব দিতে না পেরে বিজেপি এই সব করছে। রাহুল গান্ধী কোন গাল দিয়েছে? কাউকে কিছু বলেছে? রাহুল গান্ধী কী বলছে তা জানার চেষ্টা না করে কিছু মানুষকে উস্কে দিয়ে বিজেপি এই নোংরা খেলা খেলছে। বিজেপির যে মস্তান এসব করেছে তাকে গ্রেফতার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাকুক। প্রদেশ কংগ্রেস দফতর কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা। পরিচয়ের ঠিকানা।আমাদের সংগ্রাম, রাজনীতির ঠিকানা। সেখানে কেউ হামলা করবে জুলুম করবে কংগ্রেস মানবে না।দরকার হলে আমরাও তাহলে বিজেপি দফতরে যাবো। রাহুল গান্ধীর সমালোচনার মুখে বিজেপি দাঁড়াতে পারছে না"।
উল্লেখ্য রাজ্য কংগ্রেস দফতর বিধান ভবনে শুক্রবার ব্যাপক হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার কলকাতা। কংগ্রেসের তরফে এই ঘটনায় সরাসরি নিশানা করা হয়েছে বিজেপিকে। কংগ্রেস সূত্রের দাবি, বিধান ভবনে সদর দফতরের লাগানো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। এমনকি তাঁর ‘ভোট চুরি’র অভিযোগ সম্পর্কিত একাধিক ব্যানারও ছিঁড়ে দেওয়া হয় এবং কিছু পোস্টার পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি পোস্টারে কালি লেপে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে দলীয় কর্মীরা এ দিন হামলা চালায়। ঘটনার পর কংগ্রেস এন্টালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে।
তবে শুধু বাংলায় নয়, উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে হামলার ঘটনা ঘটে। যাকে কেন্দ্র করে কংগ্রেস শিবিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “মিথ্যা ও হিংসা কখনও সত্য এবং অহিংসার সামনে দাঁড়াতে পারে না। যতই মারো, যতই ভাঙো, আমরা সত্য ও সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাব। সত্যমেব জয়তে।”
কংগ্রেস সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপালও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “ভোটার অধিকারের যাত্রা রাজ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করায় এবং জনমত আমাদের দিকে ঘুরে আসছে বলে বিজেপি আতঙ্কিত। তাই কংগ্রেস দফতরে হামলা চালানো হয়েছে। ” তিনি আরও দাবি করেন, এই ধরণের ঘটনা গণতন্ত্রে ন্যক্কারজনক ঘটনা এবং হামলার সঙ্গে যুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপি সভাপতিকে খোলা চিঠি লিখে কড়া ভাষায় এদিনের ঘটনার প্রতিবাদ জানান। চিঠিতে তিনি লেখেন, “আজ সকালে প্রদেশ কংগ্রেস কার্যালয় খোলা ছিল না। অথচ কাপুরুষের মতো অতর্কিতে ঢুকে আপনার দলের সমাজবিরোধীরা কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে এবং সম্পত্তি ভাঙচুর করেছে। এর সঠিক ব্যাখ্যা এখনও আমরা পাইনি। যদি রাকেশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভ 'বিস্ফোরক' রূপ নেবে।”