কুকুর নিয়ে বিতর্কের মাঝে অঘটন, পিটবুলের কামড়ে মৃত্যু ব্যক্তির


পথকুকুরদের নিয়ে বিতর্কের মাঝে কুকুরের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ বাড়ির সামনে রাস্তায় বসে ছিলেন ওই ব্যক্তি ৷ হঠাৎ প্রতিবেশীর পিটবুল কুকুর তাঁকে আক্রমণ করে ৷ পরে হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয় ৷ পিটবুল হিংস্র প্রজাতির কুকুর বলে পরিচিত ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের জাফেরখানপেট এলাকায় ৷

মৃত ব্যক্তি করুণাকরণ (48) পেশায় রাঁধুনি ৷ ছ'মাস আগে তাঁর ডান পায়ে চোট লাগে ৷ সেই সমস্যা নিয়ে তিনি ভুগছিলেন ৷ এই শারীরিক অবস্থায় তিনি নিয়মিত রান্নার কাজ করতে যেতে পারছিলেন না ৷ গতকাল করুণাকরণ তাঁর বন্ধু জওহরের সঙ্গে রান্নার কাজে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফিরে বাড়ির ভিতরে না ঢুকে বাইরে বসে বিশ্রাম নিচ্ছিলেন ৷

Post a Comment

Previous Post Next Post