মঙ্গলবার প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি কিডনির রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ দিন তাঁর এক্স হ্যান্ডেলের একটি পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই ২০১৯ সালের ৫ অগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। মঙ্গলবার তারই ষষ্ঠ বার্ষিকী। এর পরে সত্যপাল গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০২২ সালের অক্টোবর পর্যন্ত তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭০-এর দশকে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ২০০৪ সালে বিজেপিতে যোগদানের আগে তিনি চৌধুরী চরণ সিংয়ের ভারতীয় ক্রান্তি দল, কংগ্রেস এবং ভিপি সিংয়ের নেতৃত্বাধীন জনতা দল-সহ বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করেছেন।