রাতভর বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, মর্মান্তিক পরিণতি দম্পতির


দুর্যোগে দুর্ভোগ চলছে জেলায় জেলায়। এরই মধ্যে মর্মান্তিক পরিণতি দম্পতির। ঘুমন্ত অবস্থায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হলো স্বামী, স্ত্রীর। মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। মৃতদের নাম মহম্মদ ইউনুস মল্লিক( ৫৫) ও রিজিয়া বেগম মল্লিক (৪৮)।

জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুরে বাড়ি ইউনুসদের। মঙ্গলবার ভোর তখন প্রায় সাড়ে ৪টে। গ্রামের বাড়িতে ঘুমোচ্ছিলেন ইউনুস ও রিজিয়া। আচমকাই মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান তাঁরা। জোরাল শব্দ শুনে ছুটে আসেন এলাকার লোক।

দেখেন মাটির বাড়ির নীচে চাপা পড়ে রয়েছেন ওই দম্পতি। চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি এলাকার লোকেরা। এর পরে মাটি কাটার মেশিন এনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দেহ দু’টি। জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ দু’টি বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাফিজুল রহমান মল্লিক বলেন, বাড়িটি দেড় তলা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে এই বিপর্যয়। পাড়ার সকলে এলেও ইউনুসদের বাঁচানো যায়নি।

Post a Comment

Previous Post Next Post