উত্তরাখণ্ডের চামোলি জেলায় শুক্রবার রাতের মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃত্যু হয়েছে এক জনের। প্রশাসন সূত্রে খবর, আরও একজন নিখোঁজ রয়েছেন। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট।
উদ্ধারকাজে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) টিম কাজ করছে। চামোলি জেলা শাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, "গত রাতের মেঘভাঙা বৃষ্টির ফলে অনেক বাড়ি, সহ এসডিএমের বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীও উদ্ধার কাজে সহায়তা করছে"।
চামোলি জেলা পুলিশ জানিয়েছে, বহু মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি পরিস্থিতি্র উপর নজর রেখে চলেছেন। মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “চামোলি জেলায় ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়েছি। জেলা প্রশাসন, SDRF ও পুলিশ উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে। পরিস্থিতি উপর নজর রাখছি।
উত্তরাখণ্ডে এই মরসুমে বারে বারে ঘটছে হড়পা বান, ভূমিধসের ঘটনা। এই মাসের IMD আগামী ২৫ আগস্ট পর্যন্ত উত্তরের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির জন্য 'অরেঞ্জ' সতর্কতা জারি করেছে।