বৌকে খুন করে দিদিকে প্রণাম, অশোক বলল, ‘আমি আসছি…’, কোন্নগরে ভয়ঙ্কর কাণ্ড


স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম, বোনকে ফোন।অন্তত অভিযোগ এমনই। এর পরেই পুলিশের কাছে আত্মসমর্পণ ব্যক্তির। কোন্নগরের মাস্টারপাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে তিনি তাঁর স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে (৫৮) খুন করেন বলে অভিযোগ।ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে হঠাৎই পাশের বাড়িতে থাকা দিদি চন্দনা চট্টোপাধ্যায়ের কাছে যান অশোক। পায়ে হাত দিয়ে প্রণাম করেন তাঁর। চোখ তখন ছলছল। দিদি জানতে চান, ‘কী হয়েছে?’ অশোক জানান, ‘দু’দিন পরে আসব।’ চন্দনা সবিতার খোঁজ করলে, অশোক জানান, ‘আসছে...’। তারপরেই ‘আমি আসছি’ বলে বেরিয়ে পড়েন।

পাশেই থাকেন অশোকের তুতো ভাইয়ের পরিবার। তাঁরা জানান, এর পরেই মাঝ রাস্তা থেকে ত্রিবেণীতে থাকা এক বোনকে ফোন করেন অশোক। জানান, সবিতাকে তিনি খুন করেছেন। খবর ছড়াতেই হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। এসে দেখেন, ঘরের দরজায় তালা ঝোলানো। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন স্বামী।

Post a Comment

Previous Post Next Post