‘প্রত্যেকটা মানুষ উভকামী’, অখিলেশ যাদবের স্ত্রীর প্রতি আকৃষ্ট স্বরা? ফের বিতর্কে অভিনেত্রী


প্রত্যেক মানুষই উভকামী। নারীর শুধু পুরুষকে পছন্দ বা পুরুষের শুধু নারীকেই পছন্দ, এমন হতে পারে না। প্রত্যেক মানুষই উভয় লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে। এমন মনে করেন স্বরা ভাস্কর। সেই সঙ্গে অভিনেত্রী জানান, অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবকে তাঁর বেশ পছন্দ। এই মন্তব্যের পর থেকেই ফের কটাক্ষের শিকার স্বরা।

যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত দিয়ে প্রায়ই বিতর্কে জড়ান ‘বীর দি ওয়েডিং’ ছবির অভিনেত্রী। লাগামছাড়া মন্তব্যের জন্য আর আগের মতো কাজের সুযোগ পান না বলেও জানিয়েছিলেন। কিন্তু তা-ও থেমে যাননি তিনি। এ বার যৌনতা নিয়ে মন্তব্য করেছেন স্বরা। সেই মন্তব্য ছড়িয়ে পড়তে বিলম্ব হয়নি।

ঠিক কী বলেছিলেন স্বরা? সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মানুষকে নিজেদের মতো ছেড়ে দিলে দেখা যাবে প্রত্যেকেই উভকামী। শুধু বিপরীত লিঙ্গের প্রতিই যৌন আকর্ষণ আসলে আদর্শের মতো করে দেখা হয়, যা হাজার হাজার বছর ধরে মেনে আসা হচ্ছে।” স্বরার মতে, বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হলে তবেই মানবজাতি বংশবিস্তারের মাধ্যমে এগিয়ে যেতে পারবে। এই একটি মাত্র কারণেই বিপরীত লিঙ্গের সঙ্গে যৌনতাকে মান্যতা দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post