ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল-এ সিঙ্গুর রেড জোন দেখে চমকে উঠেছিলেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার আধিকারিকরা। ক্রমাগত নজরদারিতে দেখা যায় অধিকাংশ অভিযোগ অনলাইনে লিপিবদ্ধ হয়েছে ই বাইকের যন্ত্রাংশ সংক্রান্ত ব্যাপারে।
অচেনা নম্বর থেকে ফোন ও এসএমএস করে “ই-বাইকের যন্ত্রাংশ কিনবেন?”—এই প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সময় প্রতারণা করা হচ্ছিল। এবং প্রতারিতরা অনলাইনে অভিযোগ করছিলেন। তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার দফতর।
তদন্তে উঠে আসে, এই প্রতারণা চক্রের মাথা হচ্ছে অরিক ভট্টাচার্য। তার বাড়ি, তারকেশ্বর থানার অন্তর্গত তালপুরে। পুলিশের অনুমান অরিক ও তাঁর সাঙ্গোপাঙ্গ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা । এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে জাতীয় সাইবার পোর্টালে জমা পড়েছে অন্তত ১১টি অভিযোগ।