বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের তিন বছরের ফুটফুটে কন্যাসন্তানকে খুন করলেন মা। নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে একরত্তি শিশুকে আছড়ে মেরেছেন তারই জন্মদাত্রী মা। ঘটনার তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত নাজিরা বিবি ও তার প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে ওই শিশুকে হত্যা করা হয়। প্রথমে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানালেও পুলিশি তদন্তে আসল ঘটনাটি বেড়িয়ে আসে।
পুলিশি জেরায় শিশুটির মা নাজিরা স্বীকার করেছেন, যে তিনি স্বামীর ঘর ছেড়ে নতুন করে সংসার গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিলেন। সেটা করতে গিয়েই নিজের দুধের শিশুকে মাটিতে আছাড় মেরে তিনি খুন করেছেন। একাজে তাকে সাহায্য করেছেন তার প্রেমিক তাজউদ্দিন।
পরে অন্ধ্রপ্রদেশেই ময়নাতদন্তের পর শিশুটিকে কবর দেওয়া হয়। ডায়মন্ড হারবারের সরিষা কামারপোল গ্রামের বাসিন্দা আজাহার লস্কর থানায় সম্প্রতি থানায় একটি অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর স্ত্রী নাজিরা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। প্রথমে তাজউদ্দিনকে ও পরে অন্ধ্রপ্রদেশ থেকে নাজিরাকে গ্রেফতার করা হয়।