বেলুড় রাসবাড়ি ঘাটে ছটে নিষেধাজ্ঞা হাই কোর্টের


কলকাতা হাই কোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চ বেলুড়ের শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের মালিকানাধীন রাসবাড়ি ঘাটে ছট পুজো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন এই ঘাটে এবার থেকে আর ছটের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

ঘাটটি যদিও দেবত্তর সম্পত্তি হলেও তা সরকারি নয়, ব্যক্তিগত মালিকানাধীন। আদালত জানিয়েছে, এমন সম্পত্তি রাজ্য বা প্রশাসন কোনোভাবেই ছট পুজোর কাজে ব্যবহার করতে পারবে না। এদিকে, রাজ্য এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে। আদালতে রাজ্যের যুক্তি ছিল, ওই এলাকায় পর্যাপ্ত ঘাট না থাকার কারণে প্রশাসন এই ঘাট ব্যবহার করার ব্যবস্থা করে এসেছে। তবে দেবত্তর স্টেটের রিসিভার দাবী করেছেন, ব্যক্তিগত মালিকানায় থাকা এই ঘাট সর্বসাধারণের ব্যবহারের জন্য দেওয়া যায় না।

শিব কৃষ্ণ দেবত্তর স্টেটের রিসিভার হিসেবে নিযুক্ত রয়েছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী দ্বিজদাস চক্রবর্তী। তিনি বলেন, প্রতিবছর ছট পুজোর সময় এই ঘাটে বেআইনিভাবে ঢুকে অনুষ্ঠান করা হয়, যাকে বাধা দিলে সেবায়েতদের মাধ্যমে জোরপূর্বক গেট খোলা হয়। ২০২২ সালে স্থানীয় ছট কমিটির করা মামলায় পরিবার বা সেবায়েতদের পক্ষের কেউ অন্তর্ভুক্ত না হওয়ায় সেই মামলার ফয়সালা হয়নি। তাই এবার ছটের আগে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছেন রিসিভার।

Post a Comment

Previous Post Next Post