খেলা-মেলায় মাতলে চলবে না। তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বিধানসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে দলীয় কর্মীদের দিক নির্দেশ করতে গিয়ে এমনই মন্তব্য শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখে। এত দিন খেলা-মেলা নিয়ে বিরোধীদের গলায় যে ধরনের মন্তব্য শোনা যেত তা খোদ শাসকদলের সাংসদের মুখে শোনা যাওয়ায় শোরগোল বাংলার রাজনৈতিক মহলে।
তৃণমূলের আমলে রাজ্যে উৎসবের হিড়িক বেড়ে গিয়েছে বলে সরব বিরোধীরা। খেলা-মেলায় মেতে থাকা নিয়ে নিত্য কটাক্ষ শোনা যায় বিরোধী নেতাদের মুখে। এ বার সেই সুর খোদ শাসক দলের সাংসদের মুখে শুনে সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ, ‘সৌগতবাবু তাঁর কর্মীদের সতর্ক করেছেন। খেলা-মেলা করে কখনও রাজনীতি হয় না। রাজনীতি একটা ভিন্ন স্তরের জিনিস। ওঁর নেত্রী খেলা-মেলা করে রাজনীতিটাকে পাড়ার ক্লাবের পর্যায়ে নামিয়ে এনেছেন। সেটা দেখে সৌগতবাবুর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আত্মোপলব্ধি হয়েছে তাই তিনি এই কথা বলেছেন হয়তো।’ সৌগত রায়ের মন্তব্য নিয়ে বিরোধীরা সরব হলেও জোড়াফুল শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।