উত্তরাখণ্ডের আলমোরায় ‘অজানা অসুখ’, কুড়ি দিনে ৭ মৃত্যু, দিশেহারা প্রশাসন


উত্তরাখণ্ডে গত ২০ দিনে অদ্ভূত উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা আলমোরা জেলার ধাউলা ব্লকের। প্রশাসনের স্বাস্থ্যকর্তারা বলছেন অজানা ভাইরাল সংক্রমণেই অসুস্থতা এবং মৃত্যুর ঘটনা ঘটছে।

জেলার মেডিক্যাল আধিকারিক ড. নবীন চন্দ্র তিওয়ারির নিশ্চিত করেছেন, সাত জনের মধ্যে দু’জনের হৃদরোগের মৃত্যু হয়েছে। মৃত বাকি পাঁচ জনের মধ্যে রহস্যজনক উপসর্গ ছিল। তিনি বলেন, “১১টি নমুনা সংগ্রহ করেছি। যার মধ্যে তিনটি রিপোর্টে টাইফয়েড নিশ্চিত হয়েছে। আমরা জল সরবরাহ বিভাগকে সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার নির্দেশ দিয়েছি এবং গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” ড. তিওয়ারি আরও বলেন, “জলের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে জানা গিয়েছে, জলে কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে।”

Post a Comment

Previous Post Next Post