গঙ্গারামপুরে সরকারি বাস ঘিরে ফেলল দলে দলে লোক, চলল তাণ্ডব, মার কনডাক্টরকে


সরকারি বাসে কনডাক্টরের সঙ্গে এক যাত্রীর কথা কাটাকাটি। তার জেরে কনডাক্টরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক যাত্রী ও তাঁর পরিচিতদের বিরুদ্ধে। গঙ্গারামপুর থানার ঠেঙাপাড়ায় বুধবার রাতের ঘটনা। বৃহস্পতিবারও গঙ্গারামপুর থানায় যান আক্রান্ত কন্ডাক্টর রাজু চৌধুরী। আক্রান্ত বাসকর্মীর হয়ে সরব তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। পুরো বিষয়টি যাতে পুলিশ সঠিক ভাবে খতিয়ে দেখেন তার জন্য গঙ্গারামপুর থানার আইসিকে জানিয়েছেন বলে জানান সংগঠনের জেলা সভাপতি নামিজুর রহমান। তবে এই ঘটনায় এখনো পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
অভিযোগ, এক যাত্রী তাঁর বাবা ও মাকে নিয়ে বাসে উঠেছিলেন। কন্ডাক্টর ওই যাত্রীকে ভিতরের দিকে যেতে বলেছিলেন। তাতেই ক্ষেপে যান তিনি। কন্ডাক্টরের সঙ্গে বচসায় জড়ান। বাস ঠেঙাপাড়ায় পৌঁছতেই একদল লোক উঠে কার্যত তাণ্ডব চালায় বাসে। কনডাক্টরকে মারধরের পাশাপাশি বাসের অন্য যাত্রীদের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, যাঁরা বাসে উঠেছিলেন তাঁরা অভিযুক্ত যাত্রীর পরিচিত। কন্ডাক্টরের দাবি, ওই যাত্রী মোবাইল ফোনে তাঁর পরিচিতদের খবর দিয়ে ডেকে আনেন।

কন্ডাক্টরকে মারধরের খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, NBSTC-র মালদা থেকে বালুরঘাটগামী যাত্রীবোঝাই বাসটিকে থানায় ঢুকিয়ে দেওয়া হয়। পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কন্ডাক্টর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কন্ডাক্টর রাজু চৌধুরী জানান, মালদা থেকে বালুরঘাটে যাওয়ার সময়ে বাস ভর্তি ছিল। এক যুবক পরিবারের লোকজন নিয়ে ওঠেন। তিনি জানান, তাঁর বাবা অসুস্থ। তা শুনে তাঁর বাবাকে বসানোর ব্যবস্থা করা হয়। এর পরে ওই যুবককে ভিতরে ঢুকে যেতে বলেন কনডাক্টর। তার পরেই ঝামেলা শুরু হয়।


Post a Comment

Previous Post Next Post