BLO-দের নিয়ে অভিযোগ বিজেপির, বনগাঁয় শুরু তরজা


মঙ্গলবার থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু করবেন। তার আগে সোমবার রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে বাগদা বিধানসভা কেন্দ্রের বয়রা পঞ্চায়েতের তিনজন বিএলও-র বিরুদ্ধে সরব হলেন বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তাঁর অভিযোগ, মধুসূদন মণ্ডল, সুফল বিশ্বাস এবং হাবিবুর মণ্ডল নামের ওই তিন বিএলও প্রত্যেকেই তৃণমূল কর্মী। তাঁদের দিয়ে কী ভাবে স্বচ্ছ ভোটার তালিকা হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেবদাস।

দেবদাস বলেন, 'মধুসূদন মণ্ডল ভোকেশনাল শিক্ষক। তিনি তৃণমূলের কর্মী। আর সুফল বিশ্বাসের স্ত্রী অনিমা বিশ্বাস পঞ্চায়েত সদস্যা। সুফল ও হাবিবুর মণ্ডলও তৃণমূলের কর্মী। গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁরা তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন।' বিজেপির বনগাঁ যুব মোর্চার পক্ষ থেকে নির্বাচন কমিশনে ইতিমধ্যে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে।

যদিও মধুসূদন বলেন, 'নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে তা স্বচ্ছ ভাবেই পালন করব।' সুফল এবং হাবিবুর বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'বুথ লেভেল অফিসারদের নিয়োগ করেছেন জাতীয় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে তৃণমূলের কিছু করার নেই। আসলে, ভোটে ভরাডুবির আশঙ্কা থেকেই বিজেপি এ সব ভুল বকছে।'

Post a Comment

Previous Post Next Post