রাতারাতি বদলিতে ঘর অফিস সামলাতে জেরবার অফিসাররা


ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘সার’ ঘোষণার প্রাক্কালে রাজ্য প্রশাসনে একলপ্তে বিপুল সংখ্যক ডব্লিউবিসিএস অফিসারদের বদলি করা হয়েছে। সেই তালিকায় জেলাশাসক থেকে মহকুমাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং অন্যান্য আধিকারিকেরা রয়েছেন। নবান্ন একে রুটিন বদলি বললেও একলপ্তে এত বড় সংখ্যায় অফিসার বদলি এর আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না সিনিয়র আমলারাও। এই বদলি নিয়ে ডব্লিউবিসিএস অফিসারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

ডব্লিউবিসিএস এগজ়িকিউটিভ অফিসার, যাঁরা মূলত বিডিও হিসেবে অ্যাসিস্ট্যান্ট ইআরও কিংবা ইআরও-র মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাঁদের অনেককে বদলি করা হয়েছে। এর ফলে একদিকে যেমন নতুন দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে, তেমনই আবার ব্যক্তিগত জীবনেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সূত্রের খবর, বদলি হওয়া অফিসারদের একটা বড় অংশ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার (হোমপার) দপ্তরে চিঠি লিখে অসুবিধার কথা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post