জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)। বুধবার দিনভর নবির যে দ্বিতীয় গাড়ির খোঁজ তিন রাজ্যের পুলিশ চালাচ্ছিল, সেই লাল ইকোস্পোর্ট (Ford Ecosport) গাড়িরও খোঁজ পাওয়া গেল। সেই গাড়ি বিস্ফোরক বোঝাই কি না, তল্লাশিতে এনএসজি (NSG)।
লালকেল্লা মেট্রো স্টেশনে হামলার কয়েক ঘণ্টার মধ্যে যে সিসিটিভি ফুটেজ (CCTV footage) প্রকাশ্যে এসেছিল, তাতে স্পষ্ট দেখা গিয়েছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শিক্ষক উমর নবিকে। পরে লালকেল্লা (Lal Quila) পার্কিং লটের সিসিটিভি ফুটেজেও সাদা আই-টোয়েন্টি গাড়ি নিয়ে উমরকে স্পষ্ট দেখা গিয়েছিল। তবে তার উপস্থিতি নিশ্চিত করতে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষা ছিল।
পুলওয়ামা থেকে উমরের মা ও দুই ভাইকে আটক করা (detained) হয়েছিল উমরের অস্তিত্ব প্রমাণ করার জন্য। তাঁদের ডিএনএ-র (DNA sample) সঙ্গে মিলে গিয়েছে আই-টোয়েন্টি থেকে পাওয়া নমুনা।