ফের আইনি জটে ভাইজান সলমন খান। পান মশলা বা এই জাতীয় পণ্যের বিজ্ঞাপনী প্রচার করে বলিউডের তারকাদের আইনি জটিলতা বা নানা সমালোচনার মুখে পড়ার ঘটনা নতুন নয়। এবার সেই তালিকায় নাম যোগ হল সলমনের। পান মশলার বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তিমূলক ধারণা ছড়ানো, বিশেষত তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত হওয়ার প্ররোচনা দেওয়ার অভিযোগে সলমনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজস্থানের প্রবীণ রাজনীতিবিদ ইন্দর মোহন সিং হানি। রাজস্থানের কোটার ক্রেতাসুরক্ষা আদালতে ইতিমধ্যেই সলমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সলমনের করা এই বিজ্ঞাপনী প্রচারের বিরোধীতা করে তিনি বলেছেন, “সলমন একজন জনপ্রতিনিধি। তাঁকে দেখে তাঁর দর্শক-অনুরাগীরা তো বটেই একইসঙ্গে তরুণ প্রজন্মও প্রভাবিত হয়। তাই তাঁর একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেক্ষেত্রে কী করে সলমন এমন একটা প্রচার করতে পারেন? এই বিজ্ঞাপনে বলা হয়েছে এটি নাকি কেশর ভরপুর পানমশলা। কিন্তু প্রশ্ন যে কেশরের দাম প্রতি কেজিতে চার লাখ টাকা সেই কেশর কী করে পাঁচ টাকার প্যাকেটবন্দি পানমশলায় দেওয়া যায়? এভাবে তিনি পুরোপুরি বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটি এমন একটি জিনিস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই শুধু নয় এর ফলে প্রাণহানিও হতে পারে। ক্যানসারের মতো রোগ শরীরে বাসা বাঁধে এই পানমশলা ব্যবহারের ফলে।”
ইতিমধ্যেই সলমনের কাছে রাজস্থানের কোটার ক্রেতাসুরক্ষা আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর এই মামলার শুনানি। যদিও সুপারস্টার বা ওই সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই মুহূর্তে সলমন ব্যস্ত অপূর্ব লাখিয়ার ব্যাটল অফ গালওয়ান ছবির শুটিং নিয়েই। এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন সলমন। তা পথচারীকে গাড়ি চাকায় পিষ্ট করার মতো ঘটনাই হোক বা শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যা, বিতর্ক পিছু ছাড়েনি সলমনের। এবার সেই তালিকায় জুড়ল আরও এক ঘটনাও।