বলিউড অভিনেতা গোবিন্দা, মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ৬১ বছর বয়সী এই তারকা বাড়িতে অচেতন হয়ে পড়ে যান। বিভ্রান্তি অনুভব করার পর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই-কে গোবিন্দা জানান, “আমি এখন ভালো আছি। আমি অতিরিক্ত পরিশ্রম করছিলাম, হয়তো সেই কারণেই শরীর সঙ্গ দেয়নি। যোগ-ব্যায়াম এবং প্রাণায়াম ভালো, কিন্তু আমি একটু বেশি করে ফেলেছিলাম। আমি নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছিলাম, কিন্তু শরীরেরও সীমা আছে।"