যাদবপুর ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে রিপোর্ট, বক্তব্য তলব হাইকোর্টের


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠক করে মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য ও বিশ্ব বিদ্যালয়। হাইকোর্টে রাজ্যের বক্তব্য, সিসিটিভি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো বাড়ানোর জন্য ইতিমধ্যে কিছু আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আরও বকেয়া দেওয়ার জন্য অনুমোদন দরকার।

ডিভিশন বেঞ্চের বক্তব্য, মামলার সবপক্ষ ওই রিপোর্টের কপি খতিয়ে দেখে তাদের কোনো ব্যাপারে কোনও আপত্তি আছে কি না আগামী সপ্তাহে শুনানিতে তা জানাবে। আবার অর্থ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ে একটি রিপোর্ট আগামী ১৮ নভেম্বর আদালতে জমা করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

নিরাপত্তা নিয়ে হাইকোর্টে দেওয়া রিপোর্ট অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং সল্টলেক ক্যাম্পাসের জন্য সিসিটিভি বাবদ খরচ এর পরিমাণ ৬৮ লক্ষ ৬২ হাজার ৬৬৩ টাকা বরাদ্দ হয়েছে। নতুন করে ৩২ জন নিরাপত্তা রক্ষীকে নিয়োগ করা হবে (রাজ্য সৈনিক বোর্ড থেকে নেওয়া হবে)।

যাদবপুরেরই স্থানীয়দের রক্ষী হিসেবে নিয়োগ করবে যাদবপুর এক্সিকিউটিভ কাউন্সিল। যার টাকা বরাদ্দ করবে রাজ্য। কলকাতা পুলিশের ডিসি যাদবপুরে ও রাজ্য পুলিশ সল্টলেকে কলেজ ও হোস্টেলের নিরাপত্তা নজরে রাখবে।


Post a Comment

Previous Post Next Post