পর্যটকদের জন্য সুখবর, কলকাতা থেকে সরাসরি বাসেই ভুটান, বাড়তি পাওনা ডুয়ার্স


ভুটান এখন পর্যটকদের হাতের মুঠোয়। বাড়তি পাওনা ডুয়ার্স। ভুটান সীমান্তের জয়গাঁ থেকে শুরু হয়েছে স্লিপার, বায়ো টয়লেট যুক্ত, শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ভলভো বাস পরিষেবা। বাস চলাচল করবে কলকাতা পর্যন্ত। একবার জয়গাঁ শহরে পৌঁছে গেলেই ঢিল ছোড়া দূরত্বে পেয়ে যাবেন ভুটান গেট, ওপারে ড্রাগন দেশের ফুন্টলসিং শহর।
সোমবার থেকে রোমাঞ্চকর পথে দু’টি বাস চলাচল শুরু করেছে। একটি বাস বিকেল ৪টায় জয়গাঁ থেকে ছেড়ে কলকাতার ধর্মতলায় পৌঁছেছে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ। অন্য বাসটি সোমবার ধর্মতলা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে ভুটানের দুয়ার জয়গাঁ শহরে পৌঁছে দিয়েছে যাত্রীদের। ওই যাত্রা পথে রয়েছে জলদাপাড়া, বীরপাড়া, নাগরাকাটা, চালসা, লাটাগুড়ি, ময়নাগুড়ি। এরপর শিলিগুড়ি বাইপাস নৌকা ঘাট হয়ে কলকাতার উদ্দেশ্যে চলে যাওয়া। বাসে বসেই নজর কাড়বে সবুজ জঙ্গল, চা বাগানের সবুজ গালিচা। বরাতভালো থাকলে চলার পথে মিলে যেতে পারে হাতি, বাইসন, গন্ডার। ডুয়ার্স এবং ভুটানের পর্যটন শিল্পে ওই বাস পরিষেবা নতুন দিগন্তের সূচনা করতে পারে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

Post a Comment

Previous Post Next Post