অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি! শমীককে দিল্লিতে ডেকে ব্যাখ্যা চাইল শীর্ষ নেতৃত্ব


নয়াদিল্লি: প্রাক্তন বিচারপতি ও সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলায় ক্ষমতা দখলে কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা নিয়ে ঠিক কী বলেছেন? তিনি নিজের থেকে বলেছেন নাকি এর পিছনে দলের একাংশের মদত রয়েছে? জানতে চেয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের কাছে এই বিষয়ে জবাবদিহি করতে হয় শমীককে। এছাড়াও রাজ্য কমিটি গঠন নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে। বৈঠকে বাংলার পর্যবেক্ষক সুনীল বনশল ছিলেন বলে সূত্রের খবর।

Post a Comment

Previous Post Next Post