গত ১৪ বছরে স্বাস্থ্য ক্ষেত্রে কী কী পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেই খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপুল চিকিৎসক নিয়োগের কথা বলেন। সেই প্রসঙ্গেই নতুন নিয়োগে কেন দেরি হচ্ছে, তার কৈফিয়ত চান। মুখ্যমন্ত্রী বলেন, ‘নিগমকে বলছি, কেন নিয়োগে এত দেরি? আগে আদালতে একটা আইনি সমস্যা ছিল, মানছি। কিন্তু সে জট কেটে গিয়েছে। তা হলেও দেরি হচ্ছে কেন? হেলথ রিক্রুটেমন্ট বোর্ডকে বলুন, ওরা যেন কাজে গতি আনে।’ তবে স্বাস্থ্য–সূত্রে খবর, মাস দেড়েক আগেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
স্বাস্থ্যভবনের একটি সূত্রের দাবি, শুধু চিকিৎসক–নার্সই নয়, মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট–সহ বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। ১৪০০ চিকিৎসক, ৫ হাজারের কিছু বেশি নার্স, ১৯৬ ল্যাব টেকনোলজিস্ট, ১৫ জন সিসিইউ টেকনোলজিস্ট, ৮ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ৫ অডিয়োমেট্রিস্ট নিয়োগ করতে চলেছে সরকার।