জেলমুক্তির পর বাড়ি ফিরেই অনুগামীদের সঙ্গে দেখা করলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, শীঘ্রই কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কয়েকদিনের মধ্যেই নাকি বেহালা পশ্চিম অর্থাৎ নিজের এলাকায় যাবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও কবে যাবেন, তা এখনও জানা যায়নি।
২০২২ সালের জুলাই থেকে ২০২৫-এর নভেম্বর। প্রায় সাড়ে তিনবছর পর মঙ্গলবার মুক্তির স্বাদ পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারের ঘুপচি ঘর, পুলিশ, হাতকড়া পর্ব পেরিয়ে অবশেষে ফের স্বাভাবিক জীবনের পথে তিনি। আর সেই মুহূর্তে বাঁধ মানল না আবেগ। হুইলচেয়ারে হাসপাতাল থেকে বেরিয়ে কোনওক্রমে গাড়িতে উঠতেই শুনতে পেলেন অনুগামীদের স্লোগান, ‘পার্থদা জিন্দাবাদ’, ‘বেহালা পশ্চিমে পার্থদাকে চাই।’ হাসপাতাল থেকে বেরনোর সময় গাড়ির দুপাশে অনুগামীদের উন্মাদনা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না তৃণমূলের বহিষ্কৃত দোর্দণ্ডপ্রতাপ নেতা। বাড়ি ফিরে আত্মীয়দের দেখেও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রথমেই চলে যান ঠাকুরঘরে। প্রণাম সেরে ভিড় করা অনুগামীদের সঙ্গে কথা বলেন পার্থ। সময় কাটান প্রিয় পোষ্যের সঙ্গে।