একদিন আগেই রাজধানীর বুকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে। অভিঘাতে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু। জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে। ঠিক তার পর দিন এক জামিন মামলায় সুপ্রিম স্পষ্ট বার্তা দিল, জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের আর সহজে জামিন দেওয়া হবে না। ন্যূনতম প্রমাণ থাকলেই পচতে হবে জেলে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক জঙ্গিবাদে অভিযুক্তের জামিন মামলার শুনানি ছিল। মঙ্গলবার সকালে সেই মামলার শুনানিতে খানিক আপত্তি জানিয়েছিলেন অভিযুক্তের আইনজীবী। তিনি বলেন, “আজকের সকালটা বোধ হয় এই মামলার জন্য ঠিক নয়। বিশেষ করে গতকাল যা দিল্লিতে ঘটে গিয়েছে।” অভিযুক্তের আইনজীবীর ওই মন্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা জবাব দেন, “একটা স্পষ্ট বার্তা দেওয়ার এটাই সেরা সময়।”
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, যে অভিযুক্তের কথা বলা হচ্ছে সেই অভিযুক্ত বিস্ফোরক-সহ গ্রেপ্তার হয়েছে। ও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত সেই গ্রুপের যার ডিপি ইসলামিক স্টেটের পতাকার মতো। অভিযুক্তের আইনজীবীর দাবি ছিল, তার কাছে যা পাওয়া গিয়েছে, সেটা আসলে ইসলামিক সাহিত্য। কিন্তু সেই যুক্তি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, “ওই অভিযুক্তের কাছে যা যা পাওয়া গিয়েছে, তাতে ওর আরও অনেকদিন জেলে থাকা উচিত।” দিল্লি হামলার পরদিনই শীর্ষ আদালতের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।