ইন্ডিগো-তে বোমা হামলার হুমকি, দিল্লি, মুম্বই-সহ পাঁচ এয়ারপোর্টে হাইঅ্যালার্ট


লালকেল্লা বিস্ফোরণের পর থেকেই দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থানে জারি হাইঅ্যালার্ট। এরই মাঝে বুধবার ইন্ডিগো এয়ারলাইন্স-এ বোমা হামলার হুমকি। উড়ান সংস্থার অফিসে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ফলে ইন্ডিগো বিমান যে সব গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে পরিষেবা প্রদান করে সেখানে জারি সতর্কতা। হাইঅ্যালার্ট জারি করা হলো দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুবনন্তপুরম আর হায়দরাবাদ এয়ারপোর্টে।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার মুম্বই-বারাণসী ফ্লাইটে বোমা হামলার হুমকি। এর জেরে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমারজেন্সি ল্যান্ডিং করানো হয় বিমানটিকে। হাইঅ্যালার্ট জারি করা হয়েছে ওই এয়ারপোর্টেও। রানওয়ের পাশে জরুরি অবস্থা মোকাবিলায় তৈরি টিমও। বিমানে তল্লাশি চালানোর প্রস্তুতি।

Post a Comment

Previous Post Next Post