আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী


আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য এদিন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের তরফে ডি’লিট সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানমঞ্চ থেকে বাংলা ও জাপানের সম্পর্কের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন, ডিলিট (D-Litt) সম্মান গ্রহণের পরে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই ধন্যবাদ। আমি সত্যি অভিভূত। শান্তি, সম্প্রীতি, সংস্কৃতির জন্য জাপান সকলের কাছে উদাহরণ। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পড়ুয়ার জন্য আমার শুভকামনা।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকেরই হয়তো পছন্দ হবে না। ভিআইপি নয়, সাধারণ মানুষ হিসাবেই থাকতে চাই, ভুলে যান আমি মুখ্যছমন্ত্রী। এ রাজ্যে জন্মাতে পেরে গর্বিত। জীবনের শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত সাধারণের মতো হয়েই থাকতে চাই।” 

Post a Comment

Previous Post Next Post