SIR-এর মাঝে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, ধুন্ধুমার সিউরি, কাজল-কেষ্ট সংঘাতে তুলকালাম


বীরভূমের সিউড়িতে ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। সোমবার সকালে সিউড়ি ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রামে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে ব্যাপক বচসা থেকে শুরু হয়ে যায় রণক্ষেত্রের পরিস্থিতি। জানা গিয়েছে, এলাকা দখল নিয়ে চলা দ্বন্দ্বই এই সংঘর্ষের মূল কারণ। সূত্রের খবর, শনিবার একটি বৈঠককে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই বিরোধের জেরেই রবিবার সকালে বাশ-লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় উভয় পক্ষের কর্মীরা। ইট ছোড়াছুড়ি ও হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষই নিজেদের এলাকায় আধিপত্য কায়েম রাখতে চাইছিল। সেই ক্ষমতা দখলের লড়াইই এদিনের সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post