২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের


নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি সংবিধান ও আইনের নানা দিক তুলে ধরে কমিশনের পদক্ষেপের বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন।

সাংসদের বক্তব্য, ২০০৯ সালে বাংলায় ডিলিমিটেশন বা সীমা পুনর্নির্ধারণ হয়েছে। আইন অনুযায়ী, তার আগের ভোটার তালিকা এখন আর প্রাসঙ্গিক নয়। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে ২০২৫ সালের বিশেষ সংশোধনী (SIR) করা হচ্ছে— যা তিনি ‘অবৈধ ও অযৌক্তিক’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “এখন নির্বাচন কমিশন যে এন্যুমারেশন ফর্ম বিলি করছে, তা না ভরলে ভোটার তালিকায় নাম থাকবে না— এই যুক্তি সংবিধানবিরোধী। কেউ যদি এত বছর ধরে ভোট দিয়ে আসেন, তাঁকে নতুন করে ফর্ম পূরণ করতে বলা মানে প্রথমে তাঁকে ভোটার হিসেবে বাতিল করা, তারপর আবার নাম তুলতে বাধ্য করা। এটা আইন অনুযায়ী কোনওভাবেই সম্ভব নয়।”

Post a Comment

Previous Post Next Post