এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতা বন্দ্যোপাধ্যায়কে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়


বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল। বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দিয়ে জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয় (Okayama University) কর্তৃপক্ষ। এদিন মুখ্যমন্ত্রীর হাতে সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো এবং জাপানি প্রতিনিধিদল। ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক ও প্রশাসনিক কর্তারা।

Post a Comment

Previous Post Next Post