'ওঁকে প্রাক্তন করবই, অধিকার বুঝে নেব' বাবরি মসজিদের শিলান্যাসের আগে ফের মমতাকে নিশানা হুমায়ুনের


গতকালের পর আজ ফের মুখ্যমন্ত্রীকে নিশানা হুমায়ুন কবীরের। ২৬-এ ৯০ আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আর্জি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। 'এত বিরোধীতা সত্ত্বেও বাবরি মসজিদ শিলান্যাস করছি', হুঙ্কার হুমায়ুনের। তিনি আরও বলেন, 'আমার অধিকার মসজিদ করার। সেই মসজিদের কী নাম দেব? আমার পুত্র-সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখব না হুমায়ুন রাখব, মুখ্যমন্ত্রী বলে দেবেন?' 

মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগরের মাঝে আজ বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের শিলান্যাস করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সকাল থেকেই হুমায়ুন পন্থীরা মাথায় ইট নিয়ে মসজিদ নির্মাণস্থলের দিকে মিছিল করে যেতে শুরু করেছেন। বেলডাঙ্গা ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, র‍্যাপিড অ্যাকশন ফোর্স, বিএসএফসহ ৩,০০০-রও বেশি নিরাপত্তা কর্মী। 

এদিন অনুষ্ঠানস্থল থেকে ভাষণে মমতাকে নিশানা করে হুমায়ুন কবীর বলেন, “মুখ্যমন্ত্রী যা করবেন, সেটাই ঠিক। বাকিরা যা বলবে সেটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহঙ্কার। মতাকে মুখ্যমন্ত্রী করে কী পেয়েছে সংখ্যালঘুরা?"তিনি আরও বলেন, “বাংলায় ৩৭ শতাংশ সংখ্যালঘু আছে। তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। খুব অহঙ্কার হয়েছে। চূর্ণ করব আমি। আমি ওঁকে প্রাক্তন করবই।” আগামী বিধানসভা নির্বাচন মমতাকে প্রাক্তন করার হুঙ্কার ছুঁড়ে হুমায়ুন কবীর বলেন, “মোট ১৩৫টি আসনে প্রার্থী দেব। বিধানসভায় যাব। প্রয়োজনে বিরোধী আসনে বসব। সরকারের কাছে সংখ্যালঘুদের উন্নয়নের দাবি জানাব। ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব।”

Post a Comment

Previous Post Next Post