মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের পরিকল্পনা ঘিরে উত্তেজনা বাড়ছে। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরও নিজের অবস্থানে অটল থাকলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি মসজিদের শিলান্যাস করবেনই।
হুমায়ুন কবীরের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলে বৃহস্পতিবারই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। এর আগে তিনি ঘোষণা করেছিলেন,৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস করবেন।
হুমায়ুন কবীর সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “আগামীকাল দুপুর ১২টা থেকে দুঘণ্টা কোরান পাঠ হবে। এরপরই মসজিদের শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হবে।”
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করেন। তাকে “মীরজাফর-গদ্দার” বলে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটের আগে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন ভরতপুরের বিধায়ক।
কলকাতায় সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর অনুমোদনেই কবীরকে সাসপেন্ড করা হয়েছে। মেয়র বলেন, “হুমায়ুন কবীর সাম্প্রদায়িক রাজনীতি করছেন যেটা তৃণমূল সমর্থন করে না। এই মুহূর্ত থেকে তার সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না।” তিনি আরও জানান, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শান্তি বজায় রাখাই তাদের প্রথম লক্ষ্য।