শোকের ছায়ায় ছারখার হলিউড! রব রেইনার-স্ত্রীর মৃত্যুকে ঘিরে তুমুল রহস্য


বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিংবদন্তি হলিউড পরিচালক রব রেইনার এবং তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারকে, লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে, তাঁদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসও জানিয়েছিল, ওই বাড়িতে দু’জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টিএমজেডের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ওই মৃত ব্যক্তিরা রব রেইনার ও তাঁর স্ত্রী বলেই ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই মৃত্যুগুলিকে সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে, তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (LAPD)। সূত্রের বক্তব্য অনুযায়ী, উভয় দেহেই ছুরিকাঘাতের সঙ্গে, সামঞ্জস্যপূর্ণ আঘাতের চিহ্ন দেখা গেছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করেনি, তবুও ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যমগুলির মতে, পরে একটি সংবাদ সম্মেলন ডাকা হতে পারে।

ডেডলাইনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করলেও, মৃতদের পরিচয় ৭৮ বছর বয়সী একজন পুরুষ এবং ৬৮ বছর বয়সী একজন মহিলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। যা রব রেইনার এবং তাঁর স্ত্রী মিশেল রেইনারের বয়সের সঙ্গে, মিলে যায় বলে দাবি করা হচ্ছে।

রব রেইনার ছিলেন, প্রখ্যাত কৌতুকাভিনেতা ও নির্মাতা কার্ল রেইনারের পুত্র, যিনি ২০২০ সালে মারা যান। রব রেইনার প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৭০-এর দশকে জনপ্রিয় সিবিএস সিটকম, 'All in the Family'-এ মাইক “মিটহেড” স্টিভিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিরিজটি ২০৫টি পর্বে সম্প্রচারিত হয় এবং এই সময়েই তিনি ধীরে ধীরে পরিচালনার দিকে ঝুঁকতে শুরু করেন।

পরবর্তী বছরগুলোতে তিনি, Stand by Me, The Princess Bride এবং When Harry Met Sally–এর মতো আইকনিক সিনেমা পরিচালনা করেন। এছাড়াও Misery, A Few Good Men, The American President, The Bucket List সহ একাধিক সমালোচকপ্রশংসিত ছবির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। A Few Good Men ছবির জন্য তিনি অস্কার মনোনয়নও পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁকে New Girl ও The Bear সিরিজেও অভিনয় করতে দেখা গেছে।

Post a Comment

Previous Post Next Post