‘আমাকে চুল্লিতে পুড়িয়ে দিন’, শ্মশানে দাঁড়িয়ে বললেন ‘SIR’এ মৃত কাউন্সিলর


হুগলি: খসড়া তালিকা বেরিয়েছে। কিন্তু তাতে মৃতের তালিকায় নাম খোদ কাউন্সিলরের। নিজেই নিজের সৎকার্য করতে শ্মশানে পৌঁছলেন সেই কাউন্সিলর। ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশনের ওপর। হুগলির ডানকুনির এই ঘটনায় স্বাভাবিকভাবে আজকের আবহে শোরগোল ফেলে দিয়েছে।
জানা গিয়েছে, ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। তিনি দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দা। সূর্য চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। মঙ্গলবার সকালে যখন ভোটার তালিকা প্রকাশিত হল, তখন দেখা গেল তাঁর নাম মৃতের তালিকায়। দৃশ্যত, জলজ্যান্ত কাউন্সিলর নিজেই দাঁড়িয়ে নিজের নাম দেখলেন মৃতের তালিকায়।
আর তারপরই তাঁর নজিরবিহীনকাণ্ড। কাউকে কিছু না বলে প্রতীকী বিক্ষোভ হিসাবে নিজের সৎকার্য সম্পন্ন করার সমস্ত জিনিস আয়োজন করলেন। আর সব নিয়ে নিজেই পৌঁছলেন শ্মশানে। যা নিয়ে তুমুল হইচই ডানকুনিতে। নিবার্চন কমিশনকে কটাক্ষ কাউন্সিলর সূর্য দে র।

Post a Comment

Previous Post Next Post