প্রতারণা সংক্রান্ত অভিযোগের জেরে খবরের শিরোনামে ছত্তীসগঢ়ের ডিএসপি কল্পনা বর্মা। রায়পুরের ব্যবসায়ী দীপক টন্ডনের দাবি, কল্পনার সঙ্গে প্রেম করতেন তিনি। অভিযোগ, তাঁর কাছ থেকে দু’কোটি টাকা নগদ-সহ একাধিক মূল্যবান উপহার নিয়েছেন কল্পনা। পরে সেই পুলিশ প্রেমিকাই তাঁকে ব্ল্যাকমেল করছেন!
ছত্তীসগঢ়ের ডেপুটি পুলিশ সুপারের (ডিএসপি) বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর ব্যবসায়ী প্রেমিক। ডিএসপি-র বিরুদ্ধে তোলাবাজি, ব্ল্যাকমেল এবং ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।
দীপকের অভিযোগ, ‘প্রেমের ফাঁদে ফেলে’ কল্পনা প্রায় আড়াই কোটি টাকা হাতিয়েছেন তাঁর কাছ থেকে। একটি গাড়ি, হিরের আংটি এবং লক্ষ লক্ষ টাকার গয়না নিয়েছেন কল্পনা।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন কল্পনা। পুরো বিষয়টিকে ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলেও অভিযোগ করেছেন ডিএসপি।