কর্নাটকের পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু উদ্ধার হওয়া ৪টি বাঘের শাবকের


কর্নাটকের পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হলো চারটি বাঘের শাবকের। গত মাসেই উদ্ধার করা হয়েছিল ওই শাবকগুলিকে। ভাইরাল সংক্রমণের কারণেই ওই বাঘের ছানাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করছেন বন দপ্তরের আধিকারিকরা।

বন দপ্তর সূত্রে খবর, গত মাসেই হুনসুর তালুকের গৌদানকাট্টে গ্রামের কাছে একটি বাঘিনি এবং তার চারটি শাবককে উদ্ধার করা হয়। ওই বাঘিনি এবং তার শাবকদের ওই অঞ্চলের ঘোরাফেরা করতে দেখতে পান বন বিভাগের কর্মীরা। তার পরেই বাঘিনিটিকে উদ্ধার করে, গত ২৭ নভেম্বর, নিয়ে আসা হয় মাইসুরু শহরের উপকণ্ঠে কুড়গল্লিতে চামুন্ডি প্রাণী সংরক্ষণ, উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে । আর ৩০ নভেম্বর সেখানেই নিয়ে আসা ওই চারটি শাবককে। ওই শাবকদের বয়স ছিল মাত্র চার মাস। সেই চারটি শাবকই মারা গিয়েছে বলে বুধবার জানিয়েছেন আধিকারিকরা।

আধিকারিকরা জানিয়েছেন, ওই শাবকদের নিয়ে আসার পরেই নজরদারির মধ্যে রাখা হয়েছিল। তবে ১ ডিসেম্বর মৃত্যু হয় একটি শাবকের। এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে অনাহারে মারা যেতে পারে ওই শাবকটি। এই সঙ্গে শ্বাসযন্ত্র এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতাও তৈরি হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

এর পরেই গত ৫, ৭ এবং ৯ ডিসেম্বর আরও তিনটি শাবকের মৃত্যু হয়। আধিকারিকদের সন্দেহ, ওই তিনটি ছানারই ভাইরাল সংক্রমণ হয়েছিল। সেগুলির ফেলাইন প্যানলিউকোপেনিয়া ( Feline panleukopenia) সংক্রমণ হয় বলেও মনে করছেন তাঁরা। এই সংক্রমণ হলে প্রাণীদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে

Post a Comment

Previous Post Next Post